A place where you can find English , Bengali , Japanese , Korean and Hindi songs. You can suggest your favorite songs also.
If music be the food of love , play on. - William Shakespeare
Sunday, May 13, 2018
তোমাকে ভেবে লেখা - ফুয়াদ ft. শান্ত
মন ভালো নেই বারবার মনে হয়
তুমি পাশে নেই , ভাবি ধুর ছাই কেন কাটে না সময়
সাতটি রঙে তোমাকে খুঁজে বেড়াই , বৃষ্টি শেষে
দেখা না পেলে বড় অভিমান হয়
রাত কাটে নির্ঘুম আমি নিশ্চুপ নিঃস্ব ভেবে যাই
ভালোবাসি তোমায় এতটা ।
তোমার হাসিতে হাজার ফুল ফুঁটে যায়
তুমি না আসলে হাসবে কে আমার বাগিচায়
তোমার জন্য বেদনায় গান লিখেছি
বুকে সব স্মৃতি গুলো এক করে সুর বেঁধেছি
মনে একটাই সুখ আমাকেও খুব ভালোবাসো তুমি তাই
ভালোবাসি তোমায় এতটা ।
রাত কাটে নির্ঘুম আমি নিশ্চুপ নিঃস্ব ভেবে যাই
ভালোবাসি তোমায় এতটা ।
জানি তুমি ভালো নেই আমায় একা রেখে
ভীষণ কষ্টে আছো আমাকে না দেখে
কতদিন দেখি নি তোমার মুখখানি
ক্ষণিকের জন্য থাকো আজ যে এখানে
ফিরে তুমি আসবেই আবার এ জীবনে কারণ
ভালোবাসো আমায় এতটা
রাত কাটে নির্ঘুম আমি নিশ্চুপ নিঃস্ব ভেবে যাই
ভালোবাসি তোমায় এতটা ।