Tuesday, May 15, 2018

কবিতায় বলেছিলে - কনিকা

কবিতায় বলেছিলে চন্দ্ররাতে তুমি আসবে কাছে
এরপর কেটে গেছে কতনা ভরা পূর্নিমা  
স্বপ্নেতে বলেছিলে বৃষ্টি এলেই ডাকবে কাছে
এরপর বয়ে গেছে কতনা বরষাধারা
বলেছিলে এক নদী দুঃখ হলে ভালোবাসবেই আমাকে
চেয়ে দেখ এই বুকে আজ কত শত নীল বেদনা


কবিতায় বলেছিলে চন্দ্ররাতে তুমি আসবে কাছে

জানালার শার্সিতে  বেদনার আরশিতে 
হতাশার জলছায়া ভাসে 
মনের উঠোন জূড়ে বিষাদের সাতসুরে
কষ্টের শেষ হাসি হাসে 
বলেছিলে এক নদী দুঃখ হলে ভালোবাসবেই আমাকে
চেয়ে দেখ এই বুকে আজ কত শত নীল বেদনা
কবিতায় বলেছিলে চন্দ্ররাতে তুমি আসবে কাছে


বিষাদের আরাধনা কষ্টের আলপনা 
এই মনে চিরস্থায়ী আজ
রং তুলি জলছবি ভালোবাসা ভুল সবই 
ছলনার সাথে প্রতি ফাঁদ 
বলেছিলে এক নদী দুঃখ হলে ভালোবাসবেই আমাকে
চেয়ে দেখ এই বুকে আজ কত শত নীল বেদনা


কবিতায় বলেছিলে চন্দ্ররাতে তুমি আসবে কাছে
এরপর কেটে গেছে কতনা ভরা পূর্নিমা  
স্বপ্নেতে বলেছিলে বৃষ্টি এলেই ডাকবে কাছে
এরপর বয়ে গেছে কতনা বরষাধারা
বলেছিলে এক নদী দুঃখ হলে ভালোবাসবেই আমাকে
চেয়ে দেখ এই বুকে আজ কত শত নীল বেদনা


বলেছিলে এক নদী দুঃখ হলে ভালোবাসবেই আমাকে
চেয়ে দেখ এই বুকে আজ কত শত নীল বেদনা


বলেছিলে এক নদী দুঃখ হলে ভালোবাসবেই আমাকে
চেয়ে দেখ এই বুকে আজ কত শত নীল বেদনা ।